হামলার ঘটনায় মামলা করায় বসত বাড়িতে আগুন!

চট্টগ্রামের বাঁশখালীতে জোরপূর্বক বসতভিটা দখলের চেষ্টা, নির্মাণ সামগ্রীসহ ঘরের দামি আসবাবপত্র লুটপাট, শ্রমিকদের মারধরের ঘটনায় মামলা দায়ের করায় ক্ষিপ্ত হয়ে রাতের আঁধারে বসতবাড়িতে আগুন দিয়ে বসতঘর পুড়ে দেয়ার চেষ্টা চালিয়েছে স্থানীয় একদল ভূমিদস্যু সন্ত্রাসী।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল ৩ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে।

মামলার বাদী শাহ জাহান বেগম অভিযোগ করে বলেন, আমার স্বামী মৃত্যুবরণ করার পর এতিম সন্তানদের নিয়ে স্বামীর পৈত্রিক সম্পত্তিতে বসতঘর নির্মাণ করে বসবাস করে আসছি। পরে সেই বসতভিটায় দুই তলা পাকা ভবন নির্মাণের পর বাউন্ডারি দেয়াল নির্মাণ কাজ করতে গেলে প্রতিবেশি ভূমিদস্যু সন্ত্রাসী মাহমুদুল ইসলাম (৪৫), শহিদুল ইসলাম (৩৫), আব্দুল ওয়াজেদ (৩০), আব্দু নুরসহ (২৮) সন্ত্রাসী দলবল ও কিশোরগ্যাং নিয়ে আমার স্বামীর বসতভিটা জোরপূর্বক দখলের উদ্দেশ্যে গত বৃহস্পতিবার সকালে হামলা করে। এসময় আমার ছেলে তারেক ও মেয়েদের মারধর করে। তারেকের মাথায় গুরুতর আঘাত পেয়ে চমেক হাসপাতালে ভর্তি  হয়। এছাড়াও আরো বেশ কয়েকজন আহত হয়। ভূমিদস্যু সন্ত্রাসীদের থেকে রেহাই পেতে থানায় মামলা করার পর গত রবিবার মামলার অন্যতম আসামি শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে বসতঘরে হামলা ও অগ্নিসংযোগ করে বাসার থাকা আসবাবপত্রে জ্বালিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শী চতুর্থ শ্রেণি পড়ুয়া আব্দুল মান্নান বলেন, ভোর ৬টার সময় আমি ঘুম থেকে উঠে দেখি নির্মিত পাকা ভবনের দ্বিতীয় তলায় আগুন জ্বলছে। পরে এলাকার লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমদ দৈনিক দেশ বর্তমানকে বলেন, আগুন লাগার বিষয়ে আমি এখনও অবগত নই। বিষয়টি সত্য হয়ে থাকলে সংশ্লিষ্ট কেউ একবিন্দু ছাড় পাবে না। জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।