হাবিলাসদ্বীপ স্কুলের ৯০ ব্যাচের প্রাক্তন ছাত্রদের মিলনমেলা
চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯০ ব্যাচের প্রাক্তন ছাত্রদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে অস্বচ্ছল মেধাবী ছাত্রদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে স্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্বাহী প্রকৌশলী রাজীব দাশ।
প্রাক্তন ছাত্র মো. নিজামুল হক টিপু ও মো. মোজাম্মেল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হুলাইন ছালে নুর কলেজ পরিচালনা কমিটির সদস্য মো. নুরুল হাকিম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ইউনুস খান জসিম, স্কুলের সাবেক শিক্ষক ও বাড়ৈকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এইচ এম নোমানুল ইসলাম, সাবেক শিক্ষক মোহাম্মদ সেলিম, স্কুলের প্রধান শিক্ষক মো. ওমর আলী, হুলাইন এয়াছিন আউলিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. আবু ছালেহ, স্কুলের দাতা সদস্য মৃদুল নন্দী, চরকানাই স্কুল পরিচালনা কমিটির সদস্য আবু মোহাম্মদ আবছার, স্কুলের সিনিয়র শিক্ষক মো. সেলিম উদ্দীন ও মো. কমরু উদ্দীন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র ও প্রাণের বন্ধন ৯০’র মো. নাজমুল আবেদীন। স্বরচিত কবিতা পাঠ করেন প্রাক্তন ছাত্র মো. হেলাল চৌধুরী। এছাড়া প্রাক্তন ছাত্রদের মধ্যে স্কুলজীবনের স্মৃতিচারণ করেন মো. আনোয়ার হোসেন মঞ্জু, মো. শহীদুল কবির, মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, মো. নুরুল আবছার, মো. আবু ছুফিয়ান, অধ্যাপক মো. মাহাবুবুল আলম, অভিজিৎ মজুমদার, সাংবাদিক আহসান হাবিবুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে ঐতিহ্যবাহী এ শিক্ষাঙ্গনের প্রাক্তন ছাত্রদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। এসময় তারা স্কুলের ভবিষ্যত পরিকল্পনায় নিজেদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।