বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সহযোগিতায় হাটহাজারী উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ক্রীড়া সংস্থার পরিচালনায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যঅথলেটিক্স প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) উপজেলার দুটি ভেন্যুতে উদ্বোধন হয়েছে প্রতিযোগিতাটি।
ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সাবেকমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি প্রধান অতিথি থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি শাহিদুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম রাশেদুল আলম, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. মো. কামাল উদ্দিন। প্রতিযোগিতায় ফতেয়াবাদ ভেন্যুতে ১৯টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।
অন্যদিকে কাটিরহাট উচ্চ বিদ্যালয় ভেন্যুতে প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজনের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হান। এই ভেন্যুতে হাটহাজারী পৌরসভাসহ ৭ ইউনিয়নের ১৬ টি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।
আগামী ৩০ জানুয়ারি ২ ভেন্যু বিজয়ী ক্রীড়াবিদরা হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।