হাটহাজারীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে ফরহাদাবাদ চ্যাম্পিয়ন
হাটহাজারী উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট হাটহাজারী উপজেলা পর্যায়ে ফরহাদাবাদ ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার (২৪ জুন) হাটহাজারী পার্বতী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা টাইব্রেকারে ৫-৪ গোলে হাটহাজারী স্পোর্টস ক্লাব’কে পরাজিত করেছে। দু-দলেল নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র ছিল। খেলা শেষে প্রধান অতিথি হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে ফরহাদাবাদ ইউপি চেয়ারম্যান মো. শওকতুল আলম, নাঙ্গলমোড়া ইউপি চেয়ারম্যান মো. হারুন উর রশিদ, হাটহাজারী মডেল থানার ওসি ইনটেলিজেন মো. আমির হোসেন, হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মো. মনিরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর, অতি. সাধারণ সম্পাদক মো. শাহেদুল হক খোকন, নির্বাহী সদস্য নিয়াজ মোর্শেদ, বিজয় দে, মো. রাশেদ, সিরাজদ্দৌলা মেহেদী, ইঞ্জিনিয়ার মুহিবুল হক, শাহেদুল আলম শাহীন, হাটহাজারী খেলোয়াড় সমিতির সভাপতি সোহেল রানা, সাবেক সভাপতি সেলিম চৌধুরী মানিক, সাধারণ সম্পাদক মো. রুবেল, হাটহাজারী স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক হোসেন মেহেদী, ফরহাদাবাদ ইউপি সচিব মো. হোসেন, হাটহাজারী পৌরসভা মহিলা কাউন্সিলর নুর জাহানসহ সংশ্লিস্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।