চট্টগ্রামের হাটহাজারীতে পাগলা কুকুরের কামড়ে ২৭ জন আহত হয়েছেন। আহতদের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
জানা যায়, বুধবার ও বৃহস্পতিবার পৌর এলাকার দেওয়ান নগর আলিপুর ও উপজেলার ফতেপুর ইউনিয়নের জোবরা গ্রামে কুকুরের কামড়ে শিশুসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।
সূত্রে জানা যায় (২ ও ৩ আগস্ট) ওই এলাকায় একটি পাগলা কুকুর বেপরোয়া তাণ্ডব চালায়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর ৪ জনকে চমেক হাসপাতালে পাঠিয়ে দেয়।
আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহানিয়া আক্তার বিল্লাহ জানান, আহত ২৭ জনকে চিকিৎসা দেওয়া হয়। তিনি সাবধানতা বজায় রেখে সবাইকে চলাফেরা করার পরামর্শ দেন।