হাটহাজারীতে জেলা ক্রীড়া অফিসের শিশু-কিশোর ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশ’র যৌথ উদ্যোগে চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে হাটহাজারী উপজেলা পর্যায়ে (অনূর্ধ্ব-১৭) শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা সোমবার (২২ মে) উত্তরপশ্চিম উদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় উদালিয়া উচ্চ বিদ্যালয় (ক্রিকেট) ও উত্তর-পশ্চিম উদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ফুটবল) ছাত্র-ছাত্রী দল অংশগ্রহণ করে। পরে জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মো. সরওয়ার আলম চৌধুরী মনির সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলম সিরাজী।
বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন অর রশিদ কাজল, উদালিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মুহাম্মদ ইউসুফ, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন, ইউনিসেফ বাংলাদেশের চট্টগ্রাম প্রতিনিধি দেবশ্রী সেন, উত্তর পশ্চিম উদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. হারুন অর রশিদ চৌধুরী (কালু), উদালিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুল আমিন অনুষ্ঠান পরিচালনা করেন।