হাজেরা তজু স্কুল এন্ড কলেজকে শাস্তি

ইয়াং টাইগার্স স্কুল ক্রিকেট

স্কুল ক্রিকেটে তথ্য গোপন করে কলেজ ছাত্র খেলানোর অপরাধে হাজেরা তজু স্কুল এন্ড কলেজ, তাদের কোচ নাহিদ এবং একই প্রতিষ্ঠানের দুই কলেজকে ৫ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে।  এ সময়ে তারা, বিসিবি এবং সিজেকেএস এর কোন ক্রিকেট কার্যক্রমে অংশ নিতে পারবে না।

উল্লেখ্য, রবিবার (২৮ মে) শেষ হওয়া ইয়াং টাইগার্স স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় রানার্স আপ হয় হাজেরা তজু স্কুল এন্ড কলেজ।  কিন্তু ফাইনালে, তাদের (হাজেরা তজু স্কুল এন্ড কলেজ) হয়ে চ্যাম্পিয়ন হওয়া বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে ‘ইমরানুল হক’ এবং সেমিফাইনালে বাগমনিরাম চসিক স্কুলের বিপক্ষে ‘কাইয়ুম উদ্দীন হাকিম’ নামে একই প্রতিষ্ঠানের দুই কলেজ ছাত্র অংশ নেয়।

ঐ দুটি স্কুলের অভিযোগের ভিত্তিতে উক্ত দুই খেলোয়াড়ের তথ্য-উপাত্ত যাচাই বাছাই করে দেখা যায় যে, কাইয়ুম উদ্দীন হাকীম এর মো. হাকিম উদ্দীন এবং ‘ইমরানুল হক’ এর আসল পরিচয় ইনজামুল হক সৌরভ।  উক্ত দুই খেলোয়াড় কলেজের নিয়মিত ছাত্র।

যেহেতু, বিসিবি আয়োজিত ইয়ং টাইগার স্কুল ক্রিকেট টুর্নামেন্টে কলেজ ছাত্র খেলানোর কোন সুযোগ নাই, যা বিসিবি স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বাইলজ পরিপন্থী।  বিসিবি স্কুল ক্রিকেট এবং সিজেকেএস বাইলজ অনুযায়ী তথ্য গোপন করে খেলার অপরাধে এই শাস্তি প্রদান করা হয়।