হরতালে চলবে বাস-ট্রাক, ঘোষণা পরিবহন মালিক সমিতির

বিএনপি ও সমমনা দলগুলোর ৪৮ ঘণ্টার হরতাল শুরু হচ্ছে রবিবার (১৯ নভেম্বর) থেকে। এ সময় পণ্য ও যাত্রীবাহী যান চলাচল স্বাভাবিক রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। শনিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, “হরতাল-অবরোধ উপেক্ষা করে আগামীকাল ঢাকাসহ সারাদেশে পণ্য ও যাত্রী পরিবহন চলাচল অব্যাহত থাকবে। হরতাল-অবরোধে ক্ষতিগ্রস্ত গাড়ির ক্ষতিপূরণ আগের বারের মতো এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেবেন বলে আশ্বস্ত করেছেন।” তিনি আরও বলেন, সমাবেশ, হরতাল ও অবরোধ কর্মসূচির নামে বিএনপি-জামায়াত দলীয় সন্ত্রাসীরা ঢাকাসহ সারাদেশে ১২০টি গাড়ীতে অগ্নি সংযোগ করেছে এবং ২২৫টি গাড়ি ভাঙচুর করেছে। আন্দোলনের নামে গাড়ি ভাঙচুর, অগ্নি সংযোগ কোনোভাবেই বরদাস্ত করা যায় না। হরতাল-অবরোধের দিনগুলোতে গাড়ি চলাচলে যাতে কোনো প্রকার বাধাগ্রস্ত না হয়, তার জন্য রাজধানী ঢাকাসহ জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে অনুরোধ জানান তিনি। বিজ্ঞপ্তিতে বলা হয়, হরতাল-অবরোধে ঢাকাসহ সারাদেশে পণ্য ও যাত্রী পরিবহন চলাচল স্বাভাবিক রাখার বিষয়ে জরুরি আলোচনা সভা শনিবার বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা। সভায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির প্রায় ১২০টি জেলা শাখা/ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। সরকারের পতনের একদফা দাবি এবং তফসিল ঘোষণার প্রতিবাদে রবি ও সোমবার ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করবে বিএনপি।