প্রতিনিয়ত স্মার্টফোনের নতুন নতুন মডেল বাজারে আসছে। কেউ থাকুক আর না থাকুক বর্তমানে আমাদের সার্বক্ষণিক সঙ্গী এই স্মার্টফোন। শুধু শখের নয়, অত্যন্ত প্রয়োজনের স্মার্টফোন নামক এই যন্ত্রটি। কিন্তু সঠিকভাবে কতজন ব্যবহার করি?
মনে রাখবেন, একটা স্মার্টফোন আপনি কতদিন টিকিয়ে রাখতে পারছেন, তা কিন্তু একমাত্র আপনার হাতেই রয়েছে। তাই যন্ত্র হলেও এর দরকার বাড়তি যত্ন। তাহলে একটি স্মার্টফোন দীর্ঘদিন ব্যবহার করার জন্য ও ফোনের পারফরমেন্স ঠিক রাখতে কী করতে হবে তা জেনে নিন-
অননুমোদিত তার এবং চার্জার ব্যবহার: অনেক সময় চার্জারের দাম বেশি হওয়ার ফলে আমরা অথোরাইজড বা অনুমোদিত চার্জার এড়িয়ে চলি। বাজার থেকে একটা সস্তার চার্জার কিনে বসি, যা ফোনের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। এই ধরনের আনঅথোরাইজড চার্জারগুলো সবসময়ই এড়িয়ে চলা উচিত।
দীর্ঘ সময় চার্জ দেয়া যাবে না: ফোন চার্জ দিয়ে ঘুমিয়ে যাওয়ার অভ্যাসে বড় ক্ষতি হয় ফোনের। সম্পূর্ণ চার্জ হয়ে যাওয়ার পর দীর্ঘক্ষণ ফোন চার্জে রেখে দিলে ব্যাটারি ফুলে যায় এবং খুব দ্রুত নষ্ট হয়। তাই ৩০ শতাংশের নিচে আসলে চার্জ দিতে হবে এবং ৯৯ শতাংশ হলে চার্জ থেকে খুলে ফেলতে হবে। চার্জ সবসময় ৩০ থেকে ৮০ ভাগের মধ্যে রাখা ভালো।
সফটওয়ার আপডেট দিন: নিয়মিত ফোনের সফটওয়ার আপডেট করুন। আপনার ফোনের সফটওয়ারে কিছু বাগ থাকতে পারে। এসব বাগ থেকে ফোনের জটিলতাও বাড়ে। যদিও মোবাইলের ব্র্যান্ড অনুসারে সফটওয়ারের কারণে ফোনের ক্ষতি হয়। সে বিষয়ে জেনে নিবেন। তারপর আপডেট দিন। আজকাল ফোরামেই তথ্য পাবেন। দেখবেন আপনার ফোন ভালো থাকবে।
ডুপ্লিকেট ফাইল ডিলিট: আপনার স্মার্টফোনে ডুপ্লিকেট ফাইলটি চেক করুন। যদি ডুপ্লিকেট ফাইল বেশি থাকে, তাহলে যত দ্রুত সম্ভব সেগুলোকে ডিলিট করুন। কারণ, ডুপ্লিকেট ফাইলগুলো আপনার স্মার্টফোনের মেমরি অযথা দখল করে রাখে, যা ফোন হ্যাং হওয়ার অন্যতম কারণ।
ডিপ ক্লিনিং: ফোন যতটা সম্ভব ডিপ ক্লিন রাখার চেষ্টা করুন। স্মার্টফোনের ডিপ ক্লিন করলে স্মার্টফোন হ্যাং করবে না। আসলে ডিপ ক্লিনিংয়ের ফলে স্মার্টফোনের অধিকাংশ অপ্রয়োজনীয় ফাইল মুছে যায়। ফলস্বরূপ স্মার্টফোনের স্টোরেজ স্পেস খালি হয়ে যায় এবং প্রসেসরও চাপমুক্ত হয়।
ক্যাশে ক্লিন করা: স্মার্টফোনে বিদ্যমান বিভিন্ন অ্যাপের সুবাদে প্রতিদিন প্রচুর ক্যাশে ফাইল জমা হয়ে যায়। এই ফাইলগুলো ধীরে ধীরে জমা হয়ে ফোনের মেমোরি ফুল হয়ে যায়। যার ফলে ফোনের পারফরম্যান্সের ওপর নেতিবাচক প্রভাব পড়ে এবং ফোন হ্যাং হতে থাকে। এই সমস্যা সমাধানে সবচেয়ে সহজ উপায় হল প্রতিদিন ফোনের ক্যাশ ক্লিয়ার করা। এতে ফোনের স্টোরেজ স্পেস অযথা নষ্ট হবে না। ফোনও হ্যাং করবে না।
স্ক্রিন, ক্যামেরা এবং পাশ পরিষ্কার রাখা: স্ক্রিন, ক্যামেরা ও ফোনের পাশে ফ্রেমগুলো ব্যবহার করতে করতে ময়লা হয়ে যায় এবং তা থেকে অনেকরকম সমস্যা দেখা দিতে পারে। তাই প্রতিদিন অন্তত একবার ফোনের এইসব অংশগুলো পরিষ্কার করা জরুরি।