স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১০ জন

দেশ ও জাতির কল্যাণে অসাধারণ ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১০ গুণিজন। আগামী ২৫ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কারপ্রাপ্তদের মাঝে পদক প্রদান করবেন।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে পুরস্কার প্রদান করা হবে তিনজনকে। তারা হলেন কাজী আবদুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট মো. ফজলুল হক ও বীর মুক্তিযোদ্ধা শহিদ আবু নইম মো. নজিবউদ্দিন খাঁন (খুররম)। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে পুরস্কার প্রদান করা হবে ড. মোবারক আহমদ খানকে।
চিকিৎসাবিদ্যায় অবদানের জন্য পাবেন ডা. হরিশংকর দাশ। সংস্কৃতি ক্ষেত্রে মোহাম্মদ রফিকউজ্জামান ও ক্রীড়ায় ফিরোজা খাতুনকে এ পুরস্কার প্রদান করা হবে।
সমাজসেবায় অবদানের জন্য পুরস্কৃত করা হবে তিনজনকে। তারা হলেন এসএম আব্রাহাম লিংকন, অরণ্য চিরান ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোল্লা ওবায়দুল্লাহ বাকী।
গত ২৮ জানুয়ারি স্বাধীনতা পুরস্কার নিয়ে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় মোট বিভিন্ন ক্ষেত্রে ৮৯ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম আসে। সভায় বিভিন্ন আলোচনার পর ৩৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম সুপারিশ করা হয়। সেই সুপারিশের নাম নিয়ে সম্প্রতি জাতীয় পুরস্কার সংক্রান্ত সভা করে মন্ত্রিসভা। সভায় প্রায় ২০ জনের নাম সুপারিশ করা হয়। এ ২০ জনের মধ্য থেকে ১০ জনের নাম চূড়ান্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে কাজী আবদুস সাত্তারের নাম প্রস্তাব করেন ২০১৮ সালে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। স্বাধীনতাযুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাবে ভূষিত করে। তার উল্লেখযোগ্য বেশ কয়েকটি গ্রন্থ রয়েছে। এর মধ্যে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং আমার জীবন; সত্তায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ; আকাশপথে দিনরাত্রি; সমরসেনের পানীয় শূন্য একটি বোতলের কাহিনি; বেলুন থেকে বিমান; উড্ডীন কড়চা; প্রেম, স্বপ্ন ও ভালোবাসা।
২০২৩ সাল পর্যন্ত সর্বমোট ৩১৩ জন ব্যক্তি ও ৩১টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়েছে।