স্কুল ক্রিকেটে ফাইনাল রবিবার

ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় শনিবার (২৭ মে) অনুষ্ঠিত ২টি খেলায় সিপিএ হাই স্কুল ৯০ রানে নাসিরাবাদ গভর্নমেন্ট হাই স্কুলকে এবং হাজেরা তজু স্কুল এন্ড কলেজ ২০৫ রানে বিশাল ব্যবধানে বাগমনিরাম আব্দুর রশিদ চসিক বালক বিদ্যালয়কে হারিয়েছে।

বন্দর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সিপিএ হাই স্কুল আগে ব্যাট করে ঠিক ৫০ ওভারে ১৩৪ রানে অল-আউট হয়।  জবাবে নাসিরাবাদ হাই স্কুল ৩১.৫ ওভারে মাত্র ৪৪ রানে সবকটি উইকেট হারায়।  খেলার উল্লেখ্যযোগ্য দিক ছিল জয়ী দলের বোলার ওয়াহিদুল করিমের মাত্র ৭ রানে ৫ উইকেট দখল।

মহিলা কমপ্লেক্স মাঠের খেলায় হাজেরা তজু স্কুল এন্ড কলেজ ইমরানুলের ৬৮ ও জুনায়েদ কালামের ৬০ রানে সুবাদে ৩৫.২ ওভারে ২৫০ রানে সবকটি উইকেট হারায়। বাগমনিরাম চসিক স্কুলের বোলার ৪৬ রানে ৫ উইকেট নিয়ে কৃতিত্ব দেখান।  বাগমনিরাম চসিক স্কুলের হয়ে পিয়ালের ২৮ রান ছাড়া বাকিদের কেউই দু-অংকের রান করতে পারেননি।  জয়ী দলের এরশাদ হোসেন ১৯ রানে ৪ উইকেট নেন।

এদিকে রবিবার (২৮ মে) স্কুল ক্রিকেটের ফাইনাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।  খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বয়সভিত্তিক ক্রিকেটের আহ্বায়ক ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ¦ আলী আব্বাস।

উক্ত ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে সিজেকেএস নির্বাহী কমিটি, কাউন্সিলরবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য সিজেকেএস ক্রিকেট কমিটির সম্পাদক আবদুল হান্নান আকবর এক বিবৃতিতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।