স্কটল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপে নেদারল্যান্ডস

বিশ্বকাপে ওঠার দৌড়ে শ্রীলঙ্কার পর স্বাভাবিক দৃষ্টিতে সবার সামনে ছিল জিম্বাবুয়ে।  কিন্তু সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের পর জিম্বাবুয়েও আসন্ন ভারত বিশ্বকাপের আগেই বাড়ির পথ ধরেছে।  দুই দলকেই বিদায় করে দেওয়া স্কটল্যান্ড বিশ্বকাপ খেলার জোর সম্ভাবনা ছিল।

কিন্তু তাদেরকে হারিয়ে সর্বশেষ দল হিসেবে ওয়ানডে বিশ্বকাপের টিকিট কেটেছে নেদারল্যান্ডস।  স্কটল্যান্ডের দেওয়া ২৭৮ রানের জবাবে তারা ৪ উইকেটে জয় পেয়েছে।

স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচটি ছিল ভারত বিশ্বকাপের সর্বশেষ দল বাছাইয়ের লড়াই।  সেই লড়াইয়ে বাছাইপর্বের শুরু থেকেই দাপট দেখানো ডাচরাই শেষপর্যন্ত জিতে নিয়েছে।  জিম্বাবুয়ের বুলাওয়েতে গতকাল দল দুটির নক-আউট ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস।