সৌরভের দৃষ্টি বিশ্বকাপের সেমিতে খেলবে যারা

আগামী অক্টোবরে ভারতের মাটিতে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের।  বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হতে এখনো তিন মাস বাকি।  তবে তার আগেই বিশ্বকাপের সেমিফাইনালিস্ট চার দলের নাম জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

এরই মধ্যে বিশ্বকাপকে সামনে রেখে সমীকরণ মেলাতে শুরু করেছে সাবেক ক্রিকেট কিংবদন্তিরা।  করছেন নানা ভবিষ্যদ্বাণীও।  তেমনই সেমিফাইনালিস্টদের নিয়েও দিচ্ছে ভবিষ্যদ্বাণী।  এবার সে তালিকায় যুক্ত হলেন ভারতের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি।

সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে গাঙ্গুলি জানিয়েছেন, এবার সেমিফাইনাল খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত এবং পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্য থেকে একটি দল।

গাঙ্গুলি বলেন, ‘অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত হবে তিনটি দল।  তবে আপনি এই বড় ম্যাচে নিউজিল্যান্ডকে কখনই ছোট করতে পারবেন না।  আমি ৫টি দল বাছাই করব এবং পাকিস্তানকেও অন্তর্ভুক্ত করব। ’

তিনি আরো বলেন, পাকিস্তান আরো ভাল যোগ্যতা অর্জন করতে পারে এতে করে আমাদের ইডেন গার্ডেনে ভারত-পাকিস্তান সেমিফাইনাল হবে।