সৌদি ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, এটা এখন অনেকটাই পুরোনো খবর। তবুও টানা দেড় দশকেরও বেশি সময় ধরে ইউরোপের ফুটবলে রাজত্ব করে আসা রোনালদোর সৌদি ক্লাবে যোগদান বর্তমানে ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয়। সেই আলোচনায় বাড়তি মাত্রা যোগ করেছে সৌদি আরবে রোনালদোর বিলাসবহুল হোটেল রুম। গালফ নিউজ বলছে, আপাতত দেশটির বিখ্যাত কিংডম টাওয়ারে ১৭ রুমের রয়্যাল স্যুইটে থাকবেন সিআরসেভেন।
আল নাসরে যতদিন খেলবেন, ততদিন বসবাসের জন্য একটি স্থায়ী বাড়ি খুঁজছেন রোনালদো। তবে নিজের মনমতো বাড়ি খুঁজে পাওয়ার আগে কিংডম টাওয়ারে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সৌদি আরবের অন্যতম ব্যয়বহুল ফোর সিজনস হোটেলের অন্তর্ভুক্ত এ কিংডম টাওয়ার। এই টাওয়ারের ৪৮ ও ৫০ নম্বর ফ্লোরে মাসিক ৩ লাখ ডলার ভাড়ায় পরিবারসহ থাকবেন রোনালদো।
রোনালদোর বরাদ্দকৃত স্যুইটটি এতটাই স্পেশাল যে, হোটেলটির ওয়েবসাইটে এ স্যুইটের কথা উল্লেখই করা নেই। স্যুইটে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন থাকার ঘর ছাড়াও মিডিয়া রুম, প্রাইভেট অফিস রুম ও ডাইনিং রুম রয়েছে। এছাড়াও টাওয়ারের ওপর থেকে রিয়াদ শহরের সৌন্দর্য উপভোগ করা যায়।
ফোর সিজনস হোটেলে রোনালদোর জন্য রয়েছে চাইনিজ, জাপানিজ, ইন্ডিয়ান ও মধ্যপ্রাচ্যের স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু সব খাবারের ব্যবস্থা। এছাড়াও, হোটেলে থাকাকালীন রোনালদো যাতে বিরক্ত বোধ না করেন তাই স্টাফদেরকে রোনালদোর সাথে সেলফি না তোলার নির্দেশনা দিয়েছে হোটেল কর্তৃপক্ষ।
টাওয়ারের সাথেই রয়েছে বিশ্বমানের বিলাসবহুল শপিং মল, টেনিস কোর্ট, স্পা ও মেসেজের সুব্যবস্থা। প্রতি মৌসুমে ২০০ মিলিয়ন ইউরো চুক্তিতে সৌদি ক্লাব আল নাসেরে যোগ দিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন পর্তুগিজ তারকা। রোনালদোর ভাষ্যে, সৌদিতে আসার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আমি গর্বিত। ইউরোপে আমার কাজ শেষ। কারণ ইউরোপে আমি সবকিছু জিতেছি এবং সেখানকার সেরা ক্লাবের হয়ে খেলেছি। এখন সময় নতুন চ্যালেঞ্জের।