ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে চট্টগ্রাম বন্দর হাই স্কুল ও একাডেমি ল্যাবরেটরি স্কুল। বিসিবি আয়োজিত ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় টুর্নামেন্টে টানা দুই জয়ে দু-দল এ কৃতিত্ব দেখিয়েছে।
শহীদ প্রকৌশলী সামসুজ্জামান স্টেডিয়ামে (বন্দর স্টেডিয়াম) মঙ্গলবার (২৩ মে) অনুষ্ঠিত খেলায় বন্দর হাই স্কুল ৬১ রানে নাসিরাবাদ সরকারি হাই স্কুলকে এবং সাগরিকার মহিলা ক্রীড়া কমপ্লেক্সে মাঠে অপর খেলায় একাডেমি ল্যাবরেটরি স্কুল ৭ উইকেটে সিএমপি স্কুলকে পরাজিত করে।
নাসিরাবাদ স্কুলের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে তালহা জুবায়েরের অনবদ্য ৬৪ রানের উপর ভর করে ৪৬.৩ ওভারে অল-আউট হওয়ার আগে ১৭৪ রান কওে বন্দর হাই স্কুল। জবাবে ৪৭.৪ ওভারে ১১৩ রানে সবকটি উইকেট হারায় নাসিরাবাদ হাই স্কুল।
সংক্ষিপ্ত স্কোর-বন্দর হাই স্কুল: ১৭৪/১০/৪৬.৩ (তালহা জুবায়ের ৬৪, মাহির শাহরিয়ার ২১, মেহরাব খান ২১, তাহসান ১২, অতি. ৩৪, আশরাফুল ৩/২৩, তাহমিদ ১/২৭, আবু বক্কর ১/১৯, তাফসিদুল ১/৮, মাহাদি ১/১৯), নাসিরাবাদ সরকারি হাই: ১১৩/১০/৪৭.৪ (আবু বক্কও ১৩, আফান মাহবুব ২৩, কাইয়ুম ৩৩, নিশান ১১, অতি. ১৮, মেহরাব খান ২/১৩, নূর ২/৮, মাহির শাহরিয়ার ২/১৩, তালহা জুবায়ের ১/৮, রিদওয়ান ১/৮, শাফায়েত ১/১৩, তাহসান ১/২৬)।
সাগরিকার মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অপর খেলায় সিএমপি স্কুল ৩৭.২ ওভারে ১৩৩ রানে অল-আউট হয়। জবাবে একাডেমি ল্যাবরেটরি স্কুল ২৫.১ ওভারে ৩ উইকেট হারিয়ে সহজ জয়ের (১৩৫) লক্ষে পৌঁছে যায়।
সংক্ষিপ্ত স্কোর- সিএমপি স্কুল: ১৩৩/১০/৩৭.২ (রুবায়েত ২৬, নেওয়াজ তানভির ৪৩, রোকন ২৭, অতি. ২২, মহিম বিল্লাহ ৩/২৯, তুহিন ফরহাদ ৩/১৫, এরশাদুল ১/৫, মুসলিমউদ্দিন ১/৩৩, সুজন ১/১৫), ল্যাবরেটরি স্কুল: ১৩৫/৩/২৫.১ (তুহিন ফরহাদ ৩৭*, সুজন ৩২*, মুসলিমউদ্দিন ২৭, মহিম বিল্লাহ ১২, সাইফুল ১০, অতি. ১৭, রুবায়েত ২/৪৯, নেওয়াজ তানভি ১/৪২)।