সেমিতে নন্দনকানন ও দক্ষিন ঢাকাখালী

সানু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

চট্টগ্রামের রাউজান উপজেলাধীন আবুরখীল খেলোয়াড় সমিতি আয়োজিত সুহৃদ বিকাশ বড়ুয়া (সানু) স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠেছে নন্দনকানন মৈত্রী সংঘ ও দক্ষিণ ঢাকাখালী পল্লী মঙ্গল সমিতি।

শুক্রবার (৯ জুন) স্থানীয় অমিতাভ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ ম্যাচে নন্দনকানন মৈত্রী সংঘ ২-১ গোলে পূর্ব আবুরখীল প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এ যোগ্যতা অর্জন করেছে। এদিকে পূর্ব আবুরখীলের এ পরাজয়ে দক্ষিণ ঢাকাখালী পল্লী মঙ্গল সমিতি রানার্স আপ হয়ে সেমিফাইনালে ওঠেছে।

খেলা শেষে সেরা খেলোয়াড় জয়ী দলের প্রান্ত বড়ুয়াকে পুরস্কার প্রদান করেন, আবুরখীল খেলোয়াড় সমিতির কোষাধ্যক্ষ অসীম বড়ুয়া অপু।