সেনা হেফাজতে বিএনপি নেতা মৃত্যুর ঘটনায় উত্তাল চুয়াডাঙা

সেনা হেফাজতে চুয়াডাঙা পৌর বিএনপির সাধারণ সম্পাদকের মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুসছে চুয়াডাঙা। সোমবার রাত ১২টায় ওই যুবকের মৃত্যুর ঘটনা ঘটে।স্থানীয় জনসাধারণ ও নিহত যুবকের পরিবার জানায়, সোমবার রাত ১০টায় শামসুজ্জামান ডাবলু (৫০) নামের ওই যুবক স্থানীয় জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় তার মালিকানাধীন হাফিজা ফার্মেসিতে গেলে সেখান থেকে সেনাবাহিনী তাকে নিয়ে যায়। ওইসময় ওই এলাকায় চুয়াডাঙা সেনা ক্যাম্পের অভিযান চলছিল। পরিবারের দাবি সেনা ক্যাম্পে নির্যাতনের কারণে ডাবলুর মৃত্যু হয়। তবে সেনাবাহিনী জানিয়েছে, সেনাক্যাম্পে জিজ্ঞাসাবাদের সময় ডাবলু হার্ট এ্যাটাক করে মারা যায়।
এঘটনায় বিএনপি নেতাকর্মীসহ স্থানীয় জনসাধারণ ক্ষোভে ফুসে উঠছে। বিভিন্নস্থানে সড়কে বিক্ষোভ করছেন জনসাধারণ।- চুয়া/ডেস্ক/