সুবর্ণজয়ন্তী উদযাপনে প্রস্তুত চট্টগ্রাম যুবলীগ, কাল প্রস্তুতি সভা

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী ১১ নভেম্বর। এ উপলক্ষে যৌথভাবে প্রস্তুতি সভার আয়োজন করেছে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগ। আগামীকাল বুধবার (২ নভেম্বর) সকাল ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে এ সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ। তিনি বলেন, যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বুধবার চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।