সীতাকুণ্ড থেকে কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে এক কোটি ৭০ লাখ টাকার ২০টি স্বর্ণের বারসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা গ্রামের সুনীল পালের ছেলে বসু পাল (৩৫) ও বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের পালেগ্রামের শশাংক পালের ছেলে রতন পাল (৬০)।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে সীতাকুণ্ড বাস স্ট্যান্ডের শ্যামলী কাউন্টারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্র জানায়, সকালে সীতাকুন্ড বাস স্ট্যান্ডে যানজট নিরসনে ডিউটির সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে দেহ তল্লাশি করে জুতার ভেতর বিশেষ কায়দা করে রাখা ২০টি স্বর্ণেবার জব্দ করা হয়। যার ওজন ২৩৩২ দশমিক ১১ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৭০ লাখ টাকা।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, সীতাকুণ্ড বাস স্ট্যান্ডের শ্যামলী কাউন্টারের সামনে থেকে ২০টি স্বর্ণবারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সকালে সীতাকুন্ড বাস স্ট্যান্ডে যানজট নিরসনে ডিউটির সময় এসআই পাপেল রায় তাদের গ্রেফতার করেন।

পরে পুলিশের জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, স্বর্ণবারগুলো ঢাকায় বিক্রির করার উদ্দেশ্যে মাইক্রোবাসে সীতাকুন্ড এসে তারা বাসের জন্য অপেক্ষো করছিলো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে হয়েছে বলে জানান ওসি।