চট্টগ্রামের সীতাকুণ্ডে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় মিল্টন নাথ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ মার্চ) দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া চম্পা স্টিলের সামনে এ ঘটনা ঘটে। মিল্টন সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া আবু কোম্পানি বাড়ির বাসিন্দা ও অরবিন্দ নাথের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, বাঁশবাড়িয়া এলাকায় রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় মিল্টন নাথ নামে ওই পথচারী আহত হয়। বুধবার দুপুর আড়াইটার দিকে সীতাকুণ্ড থেকে তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।