সীতাকুণ্ডে তুলার গুদামের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় তুলার গুদামের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।  আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তুলার গুদামটিতে আগুন লাগে ।  বেলা সাড়ে ৩টায়ও সেখানে আগুন জ্বলছিল।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মালেক জানান, এখানে পানির রিজার্ভ না থাকায় আশপাশের ৩টি পুকুর থেকে পানি নেওয়া হচ্ছে।  পানির সংকটে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।  আগ্রাবাদ ফায়ার সার্ভিস থেকে স্পেশাল পানির রিজার্ভ আনা হচ্ছে বলেও জানান তিনি।

ঘটনাস্থলে থাকা কুমিরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, নেমসন কনটেইনার ডিপোর বিপরীতে লোকমান গোডাউনে আগুন লাগে।  গোডাউনের বাইরে কোনো নেমপ্লেট নেই।  গোডাউনে অনেক তুলা মজুত রয়েছে। তবে আগুন আর ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই।