সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানার এক মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম আবুল কালাম হাবীব (৬০)। উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে রোববার (৩০ অক্টোবর) বিকালে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (৩১ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
জানা গেছে, হাবীব সীতাকুণ্ড সোনাইছড়ি ইউনিয়নের লালবেগ সাগর উপকূলে হাবীব স্টিল নামে একটি জাহাজভাঙা কারখানার মালিক। হাবিবের বাড়ি সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর লালবেগ এলাকায়।
সীতাকুণ্ড থানা সূত্র জানায়, ১২টি গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে হাবীব তিন বছর ধরে পলাতক ছিলেন। পরে জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে রোববার তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সীতাকুণ্ড, পাহাড়তলী, ডবলমুরিং, হাটহাজারী এবং ঢাকার শ্যামপুর ও মতিঝিল থানায় ১২টি মামলা রয়েছে। এরমধ্যে আটটি মামলায় তাকে সাজা দেওয়া হয়।