বৃষ্টির বাধায় পড়া সিলেট টেস্টে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানে অলআউট হওয়ায় চতুর্থ দিনেই জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেছে জিম্বাবুয়ে। বুধবার (২৩ এপ্রিল) সিলেট স্টেডিয়ামে ১৭৪ রানের টার্গেটে শেষ খবর পর্যন্ত সফরকারী দলের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ এক উইকেটে ১০২ রান।
বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের সোয়া এক ঘন্টা পর শুরু হয় চতুর্থ দিনের খেলা। আগের দিনের ৪ উইকেটে ১৯৪ রান নিয়ে পুনরায় দ্বিতীয় ইনিংস ব্যাটিংয়ে নামে টাইগাররা। দিনের দ্বিতীয় বলেই নাজমুল শান্তকে সাঁজঘরের পথ দেখান দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়ের সঙ্গে মুশফিকুর রহিমকে ফেরত পাঠানো পেসার ব্লেসিং মুজারাবানি। আগের দিনের ৬০ রানেই আউট হন টাইগার অধিনায়ক। মেহেদি হাসান মিরাজ এসে জাকের আলির সঙ্গে জুটি বাঁধতে ব্যর্থ হন। ১১ রান করে মুজারাবানির পঞ্চম শিকার হন মিরাজ। ২১০ রানে ষষ্ঠ উইকেট হারানো টাইগাররা তিন রান যোগ করতেই তায়জুল ইসলামকে হারায়। বাঁ-হাতি পেসার রিচার্ড এনগারাভা ম্যাচে তার প্রথম উইকেট পান।
লাঞ্চের আগেই জাকের ও হাসান মাহমুদের অস্টম উইকেট জুটি ৩৫ রানে ভেঙে দেন ওয়েলিংটন মাসাকাদজ। এই বাঁ-হাতি স্পিনার এরপর খালেদ আহমেদকে শূন্যতে আর মুজারাবানি হাফ সেঞ্চুরিয়ান জাকের আলিকে ৫৮ রানে আউট করে ২৫৫-তে শেষ করে দেন বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। ৭২ রানে ছয় উইকেট নিয়ে ম্যাচে ৯ উইকেট নিলেন মুজারাবানি। প্রথম ইনিংসে স্বাগতিকদের ১৯১ রানের জবাবে ২৭৩ করে ৮২ রানের লিড নিয়েছিলো জিম্বাবুয়ে।