সিলেটে মাহফুজ-বুবলি, যাবেন বান্দরবানেও

বেশ কিছুদিন বিরতির পর শুটিংয়ে ফিরলেন চিত্রনায়িকা শবনম বুবলি। বুধবার (২ নভেম্বর) থেকে নতুন এ ছবির শুটিং শুরু হয়েছে সিলেটে। ছবির নাম প্রহেলিকা, ছবিতে বুবলির বিপরিতে দেখা যাবে এক সময়ের টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদকে। ছবিটি নির্মাণ করছেন চয়নিকা চৌধুরী।

জানা গেছে, বুধবার থেকে সিলেটে শুরু হয়েছে ছবির শুটিং। সিলেটে টানা ২৮ দিন হবে ছবিটির শুটিং। এই সিনেমায় চারটি গান রয়েছে। একটির শুটিং হবে বান্দরবানে। বাকি গান সিলেটেই শুটিং হবে।

মাহফুজের বিপরীতে কাজ করা প্রসঙ্গে বুবলী গণমাধ্যমকে বলেন, ‘ আমার অসম্ভব প্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ ভাই। প্রিয় অভিনেতার সঙ্গে কাজ করছি এটা আমার জন্য অব্যশই আনন্দের। এছাড়া চয়নিকা চৌধুরীর সঙ্গেও প্রথম কাজ এটি। আশা করি ভালো কিছুই হবে।’

সিনেমা প্রসঙ্গে চয়নিকা বললেন, ‘প্রহেলিকা অর্থ রহস্য। তাই শুটিং শেষের আগ পর্যন্ত সবকিছু রহস্যই থাক। প্রেক্ষাগৃহে গিয়ে দর্শক রহস্য উন্মোচন করুক। নিশ্চিত করে বলতে পারি, ছবিটি দর্শকদের পছন্দ হবে।

প্রহেলিকা দিয়ে অনেক দিন পর ক্যামেরার সামনে দাঁড়ালেন মাহফুজ আহমেদ। সর্বশেষ তিনি ২০১৮ সালে ‘সাড়ে তিন খানা চিঠি’ নামে একটি নাটকে অভিনয় করেছিলেন। আর তার সর্বশেষ সিনেমা ‘জিরো ডিগ্রি’ মুক্তি পেয়েছিল আরও আগে, ২০১৫ সালে।

মাহফুজ আহমেদ টিভি নাটকের মাধ্যমে জনপ্রিয়তা পেলেও সিনেমায়ও কাজ করেছেন। ‘লাল সবুজ’ ও ‘জিরো ডিগ্রি’ সিনেমায় অভিনয় করে দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি।

এদিকে এ সিনেমার শুটিং ছাড়াও বুবলীর হাতে ‘মায়া’, ‘দেয়ালের দেশ’, ‘কয়লা’, ‘রিভেঞ্জ’, ‘লিডার আমি বাংলাদেশ’, ‘ক্যাসিনো’ সিনেমার কাজ রয়েছে।