সিরিজ শুরুর আগেই দুই পেসারকে হারাল শ্রীলংকা

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই জোড়া দুঃসংবাদ শুনলো শ্রীলংকা। ইনজুরির কারণে দলটির দুই পেসার সিরিজ থেকে ছিটকে গেছেন। ব্রঙ্কাইটিস ও শ্বাসনালীতে সংক্রমণ হওয়ায় দুশমন্থ চামিরা খেলতে পারছেন না। আর আঙুল ভেঙে বাদ পড়েছেন নুয়ান থুশারা।

অসুস্থতা পুরোপুরি কাটিয়ে উঠতে না পারায় চামিরার ফিটনেস নিয়ে একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে আগেই। এবার সেই কারণেই কোনোরকম ঝুঁকি না নিয়ে তাকে বিশ্রামের সিদ্ধান্ত নিল শ্রীলংকান ক্রিকেট বোর্ড। তার পরিবর্তে আসিথা ফার্নান্দোর নাম ঘোষণা করা হয়েছে।

এদিকে ডানহাতি পেসার থুশারার ইনজুরি অবশ্য বাঁহাতের আঙুলে। তবে টিম ম্যানেজান মাহিন্দা হালানগোদা জানান, তীব্র যন্ত্রণা ও ব্যথ্যার কারণে তার খেলা হবে না। থুশারার পরিবর্তে দিলশান মাদুশঙ্কাকে দলে নেওয়া হয়েছে।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ আগামী ২৭ জুলাই মাঠে গড়াবে।