ইয়ং টাইগার্স জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার চট্টগ্রাম অঞ্চলের ২টি খেলা সোমবার (২২ মে) অনুষ্ঠিত হয়েছে। সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) হাই স্কুল ৩ উইকেটে সানসাইন গ্রামার স্কুলকে এবং বন্দর স্টেডিয়ামে হাজেরা তজু স্কুল এন্ড কলেজ ৮ উইকেটে মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজকে হারিয়েছে।
সংক্ষিপ্ত স্কোর: সানসাইন গ্রামার স্কুল ১৬১/১০/৩৬.৫ ওভার ও সিপিএ হাই স্কুল: ১৬৩/৭/৩৪ ওভার এবং মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজ: ৬০/১০/২৯ ওভার ও হাজেরা তজু স্কুল এন্ড কলেজ: ৬১/২/১২.৫ ওভার।
সানসাইন-সিপিএ: এই খেলায় সানসাইন গ্রামার স্কুলের হামজা ৬৫, ইব্রাহীম ১৬, সুমন ১৫ ও মেহেরাব ১৫ রান করেন। সিপিএ হাই স্কুলের সাফায়েত ১৬ রানে ৪টি এবং মেহেরাব ২৮ ও রিদোয়ান ৩৪ রানে ২টি করে উইকেট নেন। সিপিএ হাই স্কুলের হয়ে তালহা জুবায়ের ম্যাচ সেরা অপ: ৭৬ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। এছাড়া আদি ২০, হাসিবুল অপ: ১৯ ও মাহির ১৭ রান করেন। সানসাইন গ্রামার স্কুলের হামজা ৪৪ রানে ৩টি এবং সাদমান ১৬ ও ইব্রাহীম ২৫ রানে প্রত্যেকে ২টি করে উইকেট নেন।
মোহাম্মদপুর স্কুল-হাজেরা তজু স্কুল: মাত্র ৬০ রানে অল-আউট হওয়া মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজের হয়ে একজন মাত্র রাকিব দুই অংকের রান ১৪ করতে পেরেছিলেন। হাজেরা তজু স্কুল এন্ড কলেজের মিসবাউল ১২ রানে ৩টি এবং অভি ৭ ও ফয়সাল ১৪ রানে ২টি করে উইকেট দখল করেন। হাজেরা তজু স্কুল এন্ড কলেজের হয়ে জুনায়েদ ১৯ এবং আজমাইন অপ: ১৩ ও এরশাদ অপ: ১২ রান করেন। মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজের আমির ৫ ও সাকিব ১৮ রানে ১টি করে উইকেট নেন।