নারায়ণগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ তাঁতীলীগের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এছাড়াও অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের উদ্যোগে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের সভাপতি প্রকৌশলী লায়ন মো: ইউসুফ আলী মাসুদের সভাপতিত্বে গোদনাইল বার্মাস্ট্যান্ডে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের অস্থায়ী কার্যালয়ে মঙ্গলবার (১৯ মার্চ)বাদ আসর প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় আলোচনা সভায় সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের সভাপতি প্রকৌশলী লায়ন মো: ইউসুফ আলী মাসুদ বলেন,তাঁতী লীগের জন্ম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে। আর তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে এবং সুখী, সমৃদ্ধ ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। তিনি তাঁতী লীগের সকল নেতা কর্মীদের বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বঙ্গবন্ধু স্বপ্ন সোনার বাংলা গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অসুস্থ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
এসময় অনুষ্ঠানে তাঁতী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।