নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জর সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুই কিশোর গুলিবিদ্ধের ঘটনায় সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে প্রধান আসামি করে পৃথক হত্যাচেষ্টার মামলা হয়েছে। মামলায় মোট ৬২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও পাঁচশ জনকে আসামি করা হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) আহত রাকিবের বাবা ২৯ জন এবং মিরাজের মা ৩৩ জনের নাম উল্লেখ করে থানায় মামলাটি দায়ের করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ২০ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে ডাচ্ বাংলা ব্যাংকের সামনে এবং চিটাগাং রোড অংশে ভিকটিম মো. রাকিব এবং মো. মিরাজ আন্দোলনে যোগ দেয়।তখন আন্দোলন দমাতে প্রধান আসামি শামীম ওসমানের নির্দেশে আসামি ও অজ্ঞাতরা ছাত্র-জনতার ওপর গুলি করলে দুই ভিকটিম গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলে ভিকটিম রাকিবের পা কেটে ফেলতে হয় ও আরেক ভিকটিম মিরাজের পেট থেকে গুলি বের করতে হয়।