সিদ্ধিরগঞ্জে যুবলীগ অফিসে টেনশন গ্রুপের হামলার ঘটনায় থানায় মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাসিক ২নং ওয়ার্ডে যুবলীগ অফিসে হামলা-ভাংচুর ও নারীকে মারধরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) সিদ্ধিরগঞ্জ থানায় ভুক্তভোগী ফাতেমা আক্তার মামলাটি দায়ের করেন।

মামলায় আসামিরা হলেন কিশোরগ্যাং লিডার সিমান্ত (২৭), জামাল (২১), অন্তর (১৯), মিলন (২০), মইন (২৬), শরিফ (১৮), সুজন ফকির (২২) সহ অজ্ঞাত ১০-১২ জন।

এর আগে, কিশোর গ্যাংয়ের এই গ্রুপের লীডার রাইসুল ইসলাম সীমান্ত ও তার সহযোগীরা রোববার (২৩ জুন) সন্ধ্যায় এই হামলা চালায়। এসময় যুবলীগ নেতা হিসেবে পরিচিত ইয়াসিন আরাফাত রাসেল ও যুব মহিলা লীগ নেত্রী ফাতেমাকে মারধর করে। এক পর্যায়ে শ্লীলতাহানী করা হয় যুব মহিলা লীগ নেত্রী ফাতেমার। পরে এ ঘটনায় থানায় পৃথক দুইটি অভিযোগও দায়ের করা হয়।’

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামরুল জানান, এ ঘটনায় আগে অভিযোগ করা হয়েছিল। যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল তাদের আসামি করে মামলা করা হয়েছে।

এব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক বলেন, ফাতেমা নামে এক নারী মামলা দায়ের করেছেন। এখন পর্যন্ত কাউকে এ মামলায়  গ্রেফতার করা সম্ভব হয় নি। মামলার আসামিদের গ্রেফতারে আমাদের চেষ্টা অব্যাহত আছে।