নারায়ণগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে গোদনাইল বাগপাড়া আলিম মাদরাসায় “বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা” কর্নার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোদনাইল বাগপাড়া আলিম মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো: খলিলুর রহমান।
এসময় আলোচনা সভায় তিনি বলেন, “বর্তমান প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবন, কর্ম, দর্শন এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে তথ্য সমৃদ্ধ করা এবং গবেষণায় সহায়তা করাই এই কর্নারটির মূল উদ্দেশ্য। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে লেখা বই, আলোকচিত্র, প্রামাণ্যচিত্র, সংবাদপত্রের অংশ- এক জায়গায় সবকিছু পাওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা উপকৃত হবেন। তাদের সুবিধার্থে সংশ্লিষ্ট বিষয়ে যে কোন ধরনের নতুন প্রকাশনাই এই কর্নারে রাখা হবে।”
এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: শাহজাহান ভূঁইয়া জুলহাস, বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা মো: আয়েত আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সাউদ, বীর মুক্তিযোদ্ধা মোহর আলী, বীর মুক্তিযোদ্ধা এহসান কবির রমজান,বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান সাউদ, বীর মুক্তিযোদ্ধা মো: মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন প্রধান, বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রওশন আলী, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা তাইজুল ইসলাম কেতা, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মোহাম, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম ভান্ডারী, বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন (যুদ্ধাহত), বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ (যুদ্ধাহত), বীর মুক্তিযোদ্ধা তমিজ খাঁ, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ,বীর মুক্তিযোদ্ধা শরীফ উল্লাহ সাউদ, গোদনাইল বাগপাড়া আলিম মাদ্রাসার সভাপতি আলহাজ্ব অকিল উদ্দিন ভূঁইয়া, গোদনাইল বাগপাড়া আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য ও বাগপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব ইয়াকুব আলী, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের সভাপতি প্রকৌশলী লায়ন মো: ইউসুফ আলী মাসুদ, বীরমুক্তিযোদ্ধা হাসান আলী প্রধানের ছেলে সাব্বির আহাম্মদ প্রধান, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইসমাঈল মিয়ার ছেলে রফিকুল ইসলাম ইমন,মাদরাসা সহকারী শিক্ষক আফজাল হোসেন (নিপু), গোদনাইল বাগপাড়া আলিম মাদরাসা জামে মসজিদের খতিব হাফেজ মোহতাসিম বিল্লাহ, ইমাম হাফেজ হাসান, মাদরাসার আরবি প্রভাষক তারেক আমিন সালেহী, সহকারী শিক্ষক মাওলানা মো: আব্বাস আলী, আরবি প্রভাষক আলহাজ্ব মাওলানা মো:সোলায়মান আশরাফী প্রমুখ।