সিদ্ধিরগঞ্জে ও সোনারগাঁয়ে পৃথক সংঘর্ষে নিহত ২

নারায়ণগঞ্জে পৃথক সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছেন। এর মধ্যে রোববার সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত হন লিলি বেগম। আরেক ঘটনায় সোনারগাঁয়ে দুধঘাটা এলাকায় গত বৃহস্পতিবার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত শাহজাহানের সোমবার সন্ধ্যায় রাজধানী মালিবাগে প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

জানা যায়, সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৬ জন আহত হয়। এর মধ্যে লিলি বেগম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। রোববার সকালে নয়াআটি মুক্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে সোমবার সন্ধ্যায় নিহত লিলি বেগমের লাশ নিয়ে স্বজন ও এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে বিক্ষোভ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিক্ষোভকারীরা লাশ নিয়ে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

ভুক্তভোগী আশাবুদ্দিনের অভিযোগ, নয়াআটি মুক্তিনগর এলাকায় জমি নিয়ে বিরোধ চলছিল ওই এলাকার চান্দু মাদবরের সঙ্গে। দীর্ঘদিন পর আদালতে মামলায় রায় পান তিনি। আদালতের রায়ের পর জমিতে গেলে প্রতিপক্ষ চান্দু মাদবরসহ কয়েকজন মিলে তার পরিবারের লোকজনের ওপর হামলা চালায়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, সোনারগাঁয়ে দুধঘাটা এলাকায় বৃহস্পতিবার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের ৫ জন আহত হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার  সন্ধ্যায় রাজধানী মালিবাগে প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাজাহানের মৃত্যু হয়।

নিহতের মা রিনা বেগম বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে ইমরান ও বিজয়সহ ৬-৭ জন সন্ত্রাসী শাহজাহানকে কুপিয়ে জখম করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহানের মৃত্যু হয়।’

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল বারী জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।