সিদ্ধিরগঞ্জে আকতার হোসেনের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন পালিত

শেখ রাসেল জাতীয় শিশু -কিশোর পরিষদ কেন্দ্রীয় কমিটির উপ প্রচার সম্পাদক ও নাসিক ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আকতার হোসেন এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও ‘শেখ রাসেল দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) রাতে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সিদ্ধিরগঞ্জ থানা শাখার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেখ রাসেলের ৬০ তম জন্মবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে আকতার হোসেন বলেন, শেখ রাসেল বিশ্বের সকল শিশুর প্রতিচ্ছবি। তাঁর নির্মলতা, বিশুদ্ধতা, মানবতা শিশুর অধিকারের প্রতীক। শেখ রাসেল বিশ্বের শিশুদের অধিকার নিয়ে কথা বলতে উদ্বুদ্ধ করে।তিনি আরো বলেন, ’৭৫ সালে জাতির পিতাকে সপরিবারে হত্যার মাধ্যমে এদেশে শিশু ও নারীর প্রতি হত্যা-সহিংসতা শুরু হয়। আমরা কোমলমতি রাসেলকে বাঁচিয়ে রাখতে পারিনি। মাত্র দশ বছর বয়সেই ঘাতকের বুলেটে জীবনের সব কলকোলাহল, চঞ্চলতা থেমে গিয়েছিল তাঁর। শেখ রাসেলকে যদি হত্যা না করা হতো, তাহলে সে একজন সুনাগরিক, দেশ প্রেমিক মানুষ ও যোগ্য নেতা হয়ে বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারতো।

এসময় অনুষ্ঠানে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সিদ্ধিরগঞ্জ থানা শাখার নেতৃবৃন্দ ছাড়াও আরও উপস্থিত ছিলেন নাসিক ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মো: শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: হাসান, সহ- সাংগঠনিক সম্পাদক মো: বিল্লাল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো: রবিউল হোসেন, মিজান, রুবেল, নুরুজ্জামান, স্বপন প্রমুখ।