চট্টগ্রাম একাডেমি কাপ ফুটবলের মতবিনিময় সম্পন্ন

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) এর অনুষ্ঠিতব্য একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী একাডেমিসমূহের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা বুধবার (১২ জুলাই) সন্ধ্যায় সিজেকেএস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

সৈয়দ মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এসিসট্যান্ট টেকনিক্যাল ডাইরেক্টর মাহবুবুর রহমান পাওলো।  এসময় উপস্থিত ছিলেন সিডিএফএ সহ সভাপতি নজরুল ইসলাম লেদু, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য মোহাম্মদ ইউসুফ, আবদুর হান্নান মিরণ, কাজী জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ প্রমুখ।

সভায় টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের বয়সসীমা অনূর্ধ্ব-১৩ নির্ধারণ করা হয় এবং ১ আগস্ট ২০১০ এর পরে যাদের জন্ম শুধুমাত্র তারাই এতে অংশগ্রহণ করতে পারবে বলে সিদ্ধান্ত হয়।  এছাড়া লটারির মাধ্যমে অংশগ্রহণকারী ১৩টি একাডেমিকে ৪টি গ্রুপে বিভক্ত করা হয়।

শেষে খেলোয়াড় বাছাই কার্যক্রম  রোববার (১৬ জুলাই) থেকে  বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত সিজেকেএস কনফারেন্স রুমে সম্পন্ন হবে বলা হয়।