সিডনিতে সাকিবরা, টার্গেট এবার দক্ষিণ আফ্রিকা
বৃহষ্পতিবার (২৭ অক্টোবর) টি-টুয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ দল। ইতিমধ্যে অস্ট্রেলিয়ার হোবার্ট থেকে সিডনি পৌঁছেছে সাকিব আল হাসানের দল। মঙ্গলবার টিম হোটেলে বিশ্রাম কাটিয়ে বুধবার অনুশীলন করবে লাল-সবুজের দল।
সিডনিতে বৃহস্পতিবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়। ৯ রানের জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করেছে বাংলাদেশ। তাই সামনে শক্তিশালী প্রতিপক্ষকে নিয়ে বেশ সতর্ক লিটন-আফিফ-সোহানরা। প্রথম ম্যাচে তুলনামূলক দুর্বল নেদারল্যান্ডের বিপক্ষে জয় দলের মধ্যে স্বস্তি এনেছে।
শুরু ঝড়ো ব্যাটিংয়ের পর আফিফ হোসেনের ৩৮ ও মোসদ্দেক হোসেনের ২০ রানে নির্ধারিত ২০ ওভারে টাইগারের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৪৪ রান। জবাবে মাঝারি স্কোর করার পরে দাপট দেখিয়েছেন টাইগার বোলাররা। তাসকিন আহমেদ, হাসান মাহমুদের বোলিং তোপে জয় নিশ্চিত বাংলাদেশে। যে কারণে অধিনায়ক সাকিব আল হাসানের প্রশংসা কুড়িয়েছেন তারা।
জয়ের পর বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘হ্যাঁ এই জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। আমি সব বিশ্বকাপ খেলেছি। কিন্তু জয় (মূলপর্বে) পাইনি। এটি আমাদের ব্যাক অব মাইন্ডে ছিল। যে কারণে ব্যাট হাতে আমরা কিছুটা নার্ভাস ছিলাম। আমাদের শুরুটা ভালো ছিল। কিন্তু মাঝের ওভারে উইকেট হারিয়েছি যা আমাদের কোনো সাহায্য করছিল না। তবে আমরা জানতাম এই পিচে আমাদের বোলিং আক্রমণের জন্য ১৫০-১৫৫ রান যথেষ্ট। তো আমাদের ১০ রান কম ছিলাম। তবে আমাদের পেসাররা যেভাবে বোলিং করেছে, দুর্দান্ত।’