সিটি বাস চালক-হেলপারের সহযোগিতায় ছিনতাই, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামে ১০ নম্বর সিটি বাসের চালক ও হেলপারের সহযোগিতায় ছিনতাই চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৫ আগস্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মাহাদুল করিম (২০), রাকিব প্রকাশ মেহেদী (১৯), সাইদুল ইসলাম জিসান (১৯) ও মফিজ (২৯)।

বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) কিশোর মজুমদার বলেন, চট্টগ্রাম নগরীতে চলাচলকারী ১০ নম্বর সিটি বাসের চালক, হেলপার ও কনট্রাক্টরের সহায়তায় যাত্রীদের মোবাইল ও নগদ টাকা ছিনতাই করে আসছিল একটি চক্র। শনিবার রাতে এমন একটি মোবাইল ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় যাত্রীদের সহায়তায় বাসের চালক, হেলপার ও কনট্রাক্টরকে গ্রেফতার করে বাসটি জব্দ করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর চাঁন্দগাঁও এলাকা থেকে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার ও আরও এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতার ছিনতাইকারী চক্রের সদস্যদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।