রবিন গোজেন্সের হেডটা ঠেকিয়ে ম্যানচেস্টার সিটির গোল রক্ষক এডারসন শুধুমাত্র নিজের জাল অক্ষত রাখেননি বরং দলের বহু বছরের অধরা স্বপ্ন জিইয়ে রেখেছিলেন।
ইস্তাম্বুল স্টেডিয়ামে ম্যাচের অতিরিক্ত সময়ের খেলা চলছিল। রেফারি শেষ বাঁশি দেওয়ার অপেক্ষায়। ওই সময়ে কর্ণার কিক থেকে পাওয়া বল ঠিকঠাক জালের নিশানা করেছিলেন ইন্টার মিলানের গোজেন্স। কিন্তু প্রহরী এডারসন বল ঠেকিয়ে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ম্যানচেস্টার সিটির ১-০ গোলে জয় নিশ্চিত করেন।
ইতিহাসের অক্ষয় কালিতে লিখা হয়ে যায় তার নাম। কেননা ঐতিহ্যবাহী ইংলিশ ক্লাবটির প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা এনে দেওয়ার অন্যতম কৃতিত্ব তো তারও। আর এই শিরোপায় তাদের জেতা হয়ে যায় ট্রেবল।
চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপের পর তারা জিতলো চ্যাম্পিয়নস লিগ। তাতে ১৯৯৯ সালে ম্যানইউর পর প্রথম ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবল জয়ের কীর্তি গড়লো পেপ গার্দিওলার শিষ্যরা। ম্যাচের ৬৮ মিনিটে রদ্রির করা একমাত্র গোলের
ব্যবধানেই প্রথমবারের মতো ইউরোপ সেরার মুকুট মাথায় তুলল ম্যানচেস্টারের ক্লাবটি।
আনন্দের কেন্দ্র বিন্দুতে ছিলেন কোচ গার্দিওলা। তার অধীনে শেষ ছয় বছরে ইংলিশ ফুটবলে একক আধিপত্য বিস্তার করেছে সিটি। পাঁচবার লিগ শিরোপা জয়ের পর এবার অধরা চ্যাম্পিয়নস লিগও জিতল তারা। এছাড়া প্রথম কোচ হিসেবে দুটি ক্লাবে ট্রেবল জিতলেন তিনি। ২০০৯ সালে বার্সেলোনার হয়ে এই কীর্তি গড়েছিলেন।