ম্যানচেস্টার সিটির অধিনায়ক ইলকাই গুন্দোগানের গত মৌসুমটা কেটেছে স্বপ্নের মতো। ক্লাবটির হয়ে ট্রেবল জেতেন তিনি। কিন্তু এরপরই নিয়েছেন ক্লাব ছাড়ার সিদ্ধান্ত। এই জার্মান তারকা যোগ দিচ্ছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনায়।
দুই বছরের চুক্তিতে লা লিগা চ্যাম্পিয়নদের হয়ে খেলার জন্য চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। এই মৌসুম শেষেই ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে গুন্দোগানের। এরপর আর ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করেননি তিনি। ৩২ বছর বয়সী তারকাকে এক বছরের চুক্তি ও পরে আরও এক বছর বাড়ানোর প্রস্তাব দেয় সিটি। কিন্তু তাতে রাজি হননি গুন্দোগান।
তবে সিটিরও তাতে সমস্যা নেই খুব একটা। খুশি মনেই গুন্দোগানকে ছেড়ে দিচ্ছে তারা। গুন্দোগানকে ছাড়ার দিনে ৩০ মিলিয়ন ইউরোতে চেলসি থেকে মাতেও কোভাসিচকে দলে ভিড়িয়েছে সিটি।