সিজেকেএস ২য় বিভাগ ক্রিকেটে মাহাবুবের সেঞ্চুরি

সিটি ক্লাব ও কোয়ালিটি ব্লুজের সহজ জয়

বৃহস্পতিবার (১১ মে) সিজেকেএস ২য় বিভাগ ক্রিকেট লিগের অনুষ্ঠিত ২টি খেলায় সিটি ক্লাব ৪ উইকেটে আবাহনী জুনিয়রকে এবং কোয়ালিটি ব্লুজ ৫ উইকেটে ওপিএকে পরাজিত করেছে।

২টি খেলার উল্লেখযোগ্য দিক ছিল কোয়ালিটি ব্লুজের নাজমুল কবির মাহাবুবের নিখুঁত সেঞ্চুরি।  তিনি মাত্র ৬৯ বলে ৯ চার ও ১০ ছক্কায় ১১০ রান করেন।

এছাড়া সিটি ক্লাবের মিসবাউল হক তানজীর ১৩ চারে অপরাজিত ৯৩ রান করে অল্পের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হন।  এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় আবাহনী জুনিয়র টসে হেরে আগে ব্যাট করতে নামে এবং ৪৯.১ ওভারে ১৭১ রানে অলআউট হয়।  জবাবে সিটি ক্লাব ৪০.১ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।  মহিলা কমপ্লেক্স মাঠে টসে জিতে আগে ব্যাট করে ওপিএ ৪৯ ওভারে অলআউট হওয়ার আগে ২৪১ রান করে।  জবাবে কোয়ালিটি ব্লুজ ৩৬ ওভারে ৫ উইকেটে জয়ের নোঙ্গরে পৌঁছে যায়।

ওপিএ : ২৪১/১০/৪৯.১ ওভার : ওমর ফারুক ৫৬ (২ চার ও ২ ছক্কা), শিশির হোসেন ৪৬ ( ৪ চার ও ৩ ছক্কা), বিশপ চৌধুরী ৩২ ( ৩ চার ও ১ ছক্কা), মো. সাকিব অপ:২২ (২ চার), হুমায়ুন কবির ১৮ (১ চার), সৈয়দ হোসেন ১৭ ( ১ চার ও ১ ছক্কা), ইব্রাহীম খলিল ১৪ ( চার ও ১ ছক্কা), অতিরিক্ত ২৭/ বোলিং : মো. ইমতিয়াজ ৩/৩৭, নাজমুল কবির ২/৩৪, জিসানুল কবির ১/২০, মো. সায়েম ১/৩৫ ও মো. নঈম ১/৬৩।

কোয়ালিটি ব্লুজ : ২৪২/৫/৩৬ ওভার : নাজমুল কবির মাহাবুব ১১০ ( ৯ চার ও ১০ ছক্কা), আব্দুল আজিজ ৩৩ ( ১ চার ও ২ ছক্কা), শাহাদাত হোসেন ২৮ ( ২ চার), লোকমান আলী ১৬ ( ২ চার ও ১ ছক্কা), জিসানুল কাদের ১৫ ( ৩ চার) মোবারক আলী অপ: ১০ (১ চার), অতিরিক্ত ২৫/ বোলিং : আবু বক্কর ৩/৫১, আবু ছৈয়দ ১/৪১ ও মো. সাকিব ১/৫১। আবাহনী জুনিয়র : ১৭১/১০/৪৯.১ ওভার: মো সোহেল অপ: ৬৮ ( ৬চার ও ২ ছক্কা), মিজানুর রহমান ২১(১ছক্কা), তানভীর মাসুদ সাবিত ১৪ (৩চার), সাইফুল ইসলাম মানিক ১২, অতিরিক্ত ২৯/ জিয়াউল হোসেন মেহেদি ৩/২৯, মাইনুল মো. সৌরভ ২/১৩, শাহারিয়ার নেওয়াজ আলভী ২/২১, সোহাইল আমান ১/১৪ ও মেহেরাব খান ১/৪৭।

সিটি ক্লাব: ১৭৫/৬/৪০.১ ওভার: মিসবাউল হক তানজীর অপ: ৯৩ (১৩ চার), সাদমান হোসেন মাহিন ১৫ (৩চার), মেহেরাব খান ১৪ (১ ছক্কা), অতিরিক্ত ৩৯/ বোলিং: মিজানুর রহমান ২/৩৩, সায়মন ইসলাম ১/২, আশরাফুল রাব্বী ১/২৫, ওসমান গনি শাহেদ ১/৩২ ও আদিল কবির ১/৩১।