সিজেকেএস দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ

পাথরঘাটা দুর্বারের ২য় জয়

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ ২০২২-২৩ আসরে লিটল ব্রাদার্সকে ৮ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে পাথরঘাটা দুর্বার সাংস্কৃতিক গোষ্ঠী।

প্রথম খেলায় তারা পরাজিত হয়। সাগরিকা মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে গতকাল লিগের একমাত্র খেলায় প্রথমে ব্যাট করে দুর্বার গোষ্ঠীর দুই সফল বোলার সাকিব (৫/২১) ও রাইসুলের (৪/৩৭) বোলিং তোপে লিটল ব্রাদার্সের ইনিংস ৯০ রানে গুটিয়ে যায়।

এরমধ্যে ওপেনার আহনাফ খান ২৩, হাসিবুর ১৩, আরবাব ১৯, তারেক ১০ ও সাফায়েত ১২ রান করেন। ১৩ ওভার ও ২ উইকেট খরচ করে বিশাল জয় নিশ্চিত করে দুর্বার গোষ্ঠী। দলের পক্ষে ওপেনার সাকিব ২৮, ইমরান ৪৫ (অপরাজিত) ও রাশেদ ১২(অপরাজিত) রান করেন। লিটল ব্রাদার্সের সাফায়েত ৩২ ও ফাহাদ ৩২ রানে ১টি করে উইকেট লাভ করেন।