সিজেকেএস তায়কোয়ানদো বেল্ট টেস্ট সম্পন্ন

সিজেকেএস তায়কোয়ানদো বেল্ট টেস্ট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার (২২ জুন) সিজেকেএস কনভেনশন হলে সম্পন্ন হয়।

এতে প্রধান অতিথি থেকে প্রশিক্ষণার্থীদের মধ্যে বেল্ট ও সার্টিফিকেট প্রদান করেন বাংলাদেশ তায়কোয়ানদো ফেডারেশনের সহ-সভাপতি, সিজেকেএস যুগ্ম সম্পাদক ও তায়কোয়ানদো কমিটির চেয়ারম্যান মশিউর রহমান চৌধুরী।

সিজেকেএস তায়কোয়ানদো কমিটির যুগ্ম-সম্পাদক ও তায়কোনদো প্রধান প্রশিক্ষক আবদুল্লাহ আল নোমানের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে সিজেকেএস কাউন্সিলর লুৎফুল করিম সোহেল, তানসির তৈমুর মোরশেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

ক্যাপশন: সিজেকেএস তায়কোয়ানদো বেল্ট টেস্টের সমাপনী অনুষ্ঠানে অতিথিদের সাথে প্রশিক্ষণার্থীবৃন্দ।