সিজেকেএস খো খো লিগের উদ্বোধন কাল

সিজেকেএস খো খো লিগ মঙ্গলবার (৪ জুলাই) সকাল ১০টায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হবে।  তবে, উদ্বোধন হবে বিকেল ৪টায়।  সিজেকেএস সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আলহাজ আ.জ.ম. নাছির উদ্দীন প্রধান অতিথি থেকে এ লিগের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।

এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন সোমবার (৩ জুলাই) বিকেলে এমএ আজিজ স্টেডিয়ামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।  এতে সিজেকেএস খো খো কমিটির চেয়ারম্যান শাহাবুদ্দীন মো. জাহাঙ্গীরের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন।

সংবাদ সম্মেলনে জানা যায়, এ লিগে মোট ১৯টি দল অংশগ্রহণ করছে।  লটারির মাধ্যমে দলগুলোকে ৬ গ্রুপে ভাগ করা হয়েছে।  গ্রুপলিগ পর্বের শীর্ষস্থান অর্জনকারী ৬টি দল নিয়ে দুই গ্রুপে ভাগ হয়ে ২য় পর্বের খেলা অনুষ্ঠিত হবে।  ২য় পর্বের ২ শীর্ষস্থান অর্জনকারী দল ফাইনাল খেলবে।  লিগে চ্যম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি ছাড়াও মেডেল প্রদান করা হবে।  এ লিগের সম্ভাব্য বাজেট নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ ৫১ হাজার ৫শত টাকা।

এদিকে আগামী ২৬ জুলাই থেকে যশোরে অনুষ্ঠিতব্য ৭ম জাতীয় খো খো চ্যাম্পিয়নশিপে চট্টগ্রাম জেলা দল চলমান লিগ থেকে বাছাই ও পরে প্রশিক্ষণের মাধ্যমে গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে এ সময়  উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দীন হাসান, হারুন আল রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।