সিজেকেএস আরচ্যারি লিগ খেলোয়াড়দের জ্ঞাতার্থে

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ব্যবস্থাপনায় সিজেকেএস আরচ্যারি লিগ আগামী ১৩ জুন সিজেকেএস জিমন্যাশিয়ামে শুরু হবে। এতে ব্যক্তিগত পুরুষ ও মহিলা, দলীয় পুরুষ ও মহিলা, এবং মিশ্র ইভেন্ট সমূহ অনুষ্ঠিত হবে।

অংশগ্রহণকারী সকল দলকে সিজেকেএস কার্যালয় হতে অফিস চলাকালীন সময়ে লিগের খেলোয়াড় ও কর্মকর্তা ফর্ম, বাইলজ ও অংশগ্রহণের ইভেন্ট শিট সংগ্রহ করে আগামী ১০জুন,  রাত ৮টার মধ্যে সিজেকেএস কার্যালয়ে জমা দেয়ার অনুরোধ করা হয়েছে।