সিএমপি কমিশনারকে স্মারকলিপি

চট্টগ্রাম প্রেস ক্লাবে হামলা ও লুটপাট

চট্টগ্রাম প্রেস ক্লাবে দফায় দফায় হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। আজ বুধবার প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটি এ স্মারকলিপি দেয়।

এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা ও ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহউদ্দিন মো. রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে বলা হয়েছে, রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে একদল দুর্বৃত্ত গত ৫ আগস্ট ক্লাবের বিভিন্ন কক্ষে হামলা চালায়। ক্লাবের বিভিন্ন নথিপত্র ও নগদ টাকা লুট করে। দুর্বৃত্তদের ক্লাবের সিসিটিভি ফুটেজ দ্বারা শনাক্ত করা গেছে। বিষয়টি সেনাবাহিনীসহ প্রশাসনকেও জানানো হয়েছে। এব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট উপদেষ্টাসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদেরও স্বারকলিপি দেওয়া হয়েছে।

ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিয়ে বৈঠকের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় গত সোমবার বিকেলে সদস্যরা ক্লাবের অভ্যন্তরে প্রবেশ করেন। এর ঘণ্টা খানেক পর দুর্বৃত্তরা আবারও মূল ফটকের গ্রিল ভেঙে ক্লাব ভবনের চতুর্থ তলায় প্রবেশের চেষ্টা করে। এ সময় ক্লাব অভ্যন্তরে শতাধিক সদস্য অবস্থান করছিলেন।

রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে চর দখলের মতো দুর্বৃত্তরা চট্টগ্রাম প্রেস ক্লাব দখলের চেষ্টা চালাচ্ছে উল্লেখ করে স্মারকলিপিতে তাঁরা বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের ইতিহাসে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা কখনো ঘটেনি। একইসঙ্গে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দিয়ে আসছে তারা। পুরো বিষয়টি খুবই দুঃখজনক ও উদ্বেগজনক বটে।