বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৬২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব সিরাজাম মুনিরা।
এর মধ্যে চট্টগ্রামে পদায়ন করা হয়েছে ৯ জনকে। একজনকে চট্টগ্রাম থেকে পাঠানো হয়েছে ঢাকায়। ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভুঁইয়াকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপির উপ-পুলিশ কমিশনার পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বীকে পুলিশ সুপার পদোন্নতি দিয়ে কক্সবাজার ৮- আর্মড পুলিশ ব্যাটালিয়নে পদায়ন করা করা হয়েছে। সিলেটের ৭-আর্মড পুলিশ ব্যাাটালিয়নের অতিরিক্তি পুলিশ সুপার মাহবুব আলম খানকে পুলিশ সুুপার পদোন্নতি দিয়ে সিএমপির উপ-পুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ের অতিরিক্তি নিষ্কৃতিত চাকমাকে পুলিশ সুপার পদোন্নতি দিয়ে সিএমপির উপ-পুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার দীপক জৌাতি খীসাকে পুলিশ সুপার পদোন্নতি দিয়ে চট্টগ্রাম-৯ আর্মড পুলিশ ব্য্যাটালিয়নের পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে।
ঢাকা পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লিয়াকত আলী খানকে পুলিশ সুুপার পদোন্নতি দিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপির উপ-পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ানকে পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপির উপ-পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদকে পুলিশ সুুপার পদে পদোন্নতি দিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপির উপ-পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে।
ঢাকা পুলিশ অধিদপ্তরের এআইজি মহিহউদ্দীন ফারুকীকে রাঙামাটি বেতবুনিয়া পিএসটিএসের পুুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ছত্রধর ত্রিপুরাকে পুলিশ সুুপার পদোন্নতি দিয়ে অপরাধ তদন্ত বিভাগের বিশেষ পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।