সিআরবিতে ফের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বকেয়া ২ কোটি ১২ লাখ টাকা

বকেয়া বিল পরিশোধ না করায় এক মাস পর আবারও বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান কার্যালয় সিআরবিতে।

সোমবার (২৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে রেল সিআরবি অফিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন চট্টগ্রামের বিদ্যুৎ বিতরণ বিভাগ দক্ষিণাঞ্চল। ২ কোটি ১২ লাখ টাকা বকেয়া থাকায় রেলওয়ে পূর্বাঞ্চল অফিসের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে পিডিবি।

এর আগে গত মাসের (মে মাস) ১৯ তারিখেও রেলওয়ে পূর্বাঞ্চলের সিআরবি ও পাহাড়তলী অফিসের বিদ্যুতের লাইন কেটে দেয় পিডিবি। পরবর্তী সময়ে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে বিল পরিশোধের আশ্বাস দেওয়া হলে ওইদিন বিকেলে বিদ্যুতের লাইনে পুনঃসংযোগ দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বিদ্যুৎ উন্নয়নে বোর্ডের (পিডিবি) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. আকবর হোসেন বলেন, ২ কোটি ১২ লাখ টাকা বিল বকেয়া থাকায় রেলওয়ের সিআরবি অফিসের বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে। তবে বিল পরিশোধের নিশ্চয়তা পাওয়ার পর বিকেল ৩টার দিকে আবারও বিদ্যুতের পুনঃসংযোগ দেওয়া হয়েছে।