কয়েকদিনের ব্যবধানে সার্বিয়ায় ফের বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে ৮ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাজধানী বেলগ্রেডে এই বন্দুক হামলার ঘটনা ঘটে । এর আগে বুধবার বিদ্যালয়ে গুলির ঘটনায় ৯ জন নিহত হন।
শুক্রবার সকালে সার্বিয়ার গণমাধ্যম জানায়, হামলার ঘটনাস্থলে ম্লাদেনোভাক ও দুবোনা গ্রামে পৌঁছেছে বিশেষ পুলিশ ফোর্স। ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, বিভিন্ন চেকপয়েন্টে গাড়ি থামিয়ে বন্দুকধারীকে খুঁজে বের করার চেষ্টা করছেন পুলিশ কর্মকর্তারা। দুবোনার আশপাশের এলাকায় সন্দেহভাজন ব্যক্তির সন্ধানে একটি হেলিকপ্টার, ড্রোন এবং পুলিশের একাধিক টহল দল কাজ করেছে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যায় দুবোনা এলাকার একটি পার্কে এক পুলিশ কর্মকর্তার সঙ্গে তর্কের পর ২০ বছর বয়সী ওই ব্যক্তি স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে লোকজনের ওপর গুলি চালাতে শুরু করেন। এরপর বন্দুকধারী মানুষের ওপর গুলি করার জন্য একটি গাড়ি দিয়ে অগ্রসর হতে থাকে। তার গুলিতে কমপক্ষে আটজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।
আজ শুক্রবার ভোরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সার্বিয়ার স্বাস্থ্যমন্ত্রী ড্যানিকা গ্রুজিসিচ এবং নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রধান আলেকসান্ডার ভুলিন।