সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে লেবাননের সাথে লড়াই করেও হারের তেতো স্বাদ পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২২ জুন) ভারতের ব্যাঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে লেবানন।
এই ম্যাচের প্রথমার্ধে লেবাননকে রুখে দিলেও বিরতির পর ডিফেন্ডারের ভুলে এক গোল হজম করে বসে বাংলাদেশ। সাফের ‘বি’ গ্রুপের এই খেলায় শেষ মুহূর্তের আরেক গোলে লেবাননের বিপক্ষে ২-০’তে হেরেছে বাংলাদেশ। এতে হার দিয়ে সাফ মিশন শুরু করলো লাল-সবুজের জার্সিধারীরা।
ম্যাচের ১১তম মিনিটে প্রথম আক্রমণের চেষ্টা চালায় বাংলাদেশ। সেটি ফলপ্রসূ না হলেও ফ্রি কিক আদায় করে নেন ইসা। তবে সেটি কাজে লাগাতে পারেনি। ১৬ মিনিটে প্রথম শক্ত আক্রমণে যায় লেবানন। যদিও সেটি লক্ষ্যে রাখতে পারেননি দলটি। ২২ মিনিটে লক্ষ্যে প্রথম শট নেয় বাংলাদেশ। সেটি সহজেই আটকে দেন লেবানিজ গোলরক্ষক। কর্নার থেকে ৩৪ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিল লেবানন। পরের মিনিটে আরেকটি আক্রমণ করে তারা। তবে দুইবারই গোলরক্ষক আনিসুর রহমান জিকোর দুর্দান্ত সেভে হতাশ হয় দলটি। ৪৩ মিনিটে ফাহিমের দুর্দান্ত একটি অন টার্গেট শট কর্নারের বিনিময়ে আটকে দেন লেবানন গোলরক্ষক।
ম্যাচের ৭৯ মিনিটে বাংলাদেশের জালে বল পাঠিয়ে দেন লেবানিজ উইঙ্গার হাসান মাতুক। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে ভালো সুযোগ পেয়ে আবারো ব্যর্থ হয় বাংলাদেশ। ৯৫তম মিনিটে বাংলাদেশের জালে আরেকটি বল পাঠায় লেবানন।
এদিকে লেবাননের বিপক্ষের হারের পরও সেমিফাইনালের স্বপ্ন দেখছেন বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জামালদের কোচ বলেন, ‘ম্যাচের ফলাফলটা আমাদের অনুকূলে নয়। তবে একইসঙ্গে আমাদের ইতিবাচক দিকও রয়েছে। এই পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে সেমিফাইনালে খেলা সম্ভব। ’
গ্রুপপর্বে বাংলাদেশের পরের দুই ম্যাচ মালদ্বীপ ও ভূটানের বিপক্ষে। সেমিফাইনালে খেলতে হলে এই দুই ম্যাচ থেকে ন্যূনতম চার পয়েন্ট দরকার বাংলাদেশের। শক্তিশালী লেবাননের বিপক্ষে এমন পারফরম্যান্সের পর বাংলাদেশের কোচের আশা সঞ্চার হয়েছে।