সান্ত্বনার জয় নেপালের

শূন্য হাতে ফিরছে পাকিস্তান

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে মঙ্গলবার (২৭ জুন) ‘এ’ গ্রুপের শেষ ম্যাচেপাকিস্তানকে ১-০ গোলে হারিয়ে স্বান্তনাসূচক জয় পেয়েছে নেপাল।  হিমালয়ের দেশটির হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন আশীষ চৌধুরী।  প্রথম দু-ম্যাচে নেপাল ১-৩ গোলে নেপাল এবং ০-২ গোলে ভারতের কাছে পরাজিত হয়।

অন্যদিকে টানা ৩টি ম্যাচেই পরাজিত হয়ে একেবালে শূন্যহাতে ফিরে যাচ্ছে পাকিস্তান।  এছাড়া গত দুই ম্যাচে ভারত ও কুয়েতের বিপক্ষে ৪-০ গোলে হেরেছে তারা।

ভারতে সাফ চ্যাম্পিয়নশীপ খেলতে অনেক ঝক্কি পোহাতে হয়েছে পাকিস্তান ফুটবল দলকে।  পাকিস্তান সরকারের অনুমতিতে বিলম্ব এবং পরবর্তীতে ভারতের ভিসা পেতে দেরি হওয়ায় টিকিট নিশ্চিত করেও বাতিল করতে হয়েছে।  অনুশীলন না করেই ব্যাঙ্গালোরে স্বাগতিক ভারতের বিরুদ্ধে খেলে পাকিস্তান।