চট্টগ্রামের সাতকানিয়ায় এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা হয়েছে। সে স্থানীয় রুপকানিয়া আহমদিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
শুক্রবার (১৯ মে) রাত ৮টার সময় সাতকানিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ভোয়ালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। একই দিন রাতে অভিযুক্ত শাহাবুদ্দীন চৌধুরী বাবলাকে (৫০) আসামি করে সাতকানিয়া থানায় মামলা দায়ের করেন ভিক্টিমের মা।
বাবলা একই এলাকার মোজাহারুল হক চৌধুরীর ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, এদিন বিকেলে বলাৎকারের শিকার মাদ্রাসা ছাত্র খেলাধুলার জন্য বাড়ি থেকে বাইরে যায়। সন্ধ্যায় ফিরার সময় পার্শ্ববর্তী মুদি দোকানি শাহাবুদ্দীন চৌধুরী বাবলা তাকে ফুসলিয়ে তার বাড়ির দোতনায় নিয়ে বলাৎকার করে।
স্থানীয়রা জানান, ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের বাড়িতে ভাংচুর করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, বাবলা এর আগেও কয়েকজন শিশুকে বলাৎকার করেছে। সেই ঘটনাগুলো স্থানীয়ভাবে মীমাংসা হওয়ায় থানা পর্যন্ত গড়ায়নি।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইয়াসির আরাফাত মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে পুলিশ খুঁজছে।