চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে ইঞ্জিন বিকল হয়ে ‘পানগাঁও এক্সপ্রেস‘ নামে কনটেইনারবাহী জাহাজটি কাত হয়ে তিনটি কনটেইনার পানিতে ভেসে গেছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে ভাসানচর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ‘পানগাঁও এক্সপ্রেস’ নামের জাহাজটিতে ৯৬টি কনটেইনার ছিল। জাহাজটি বন্দর ছেড়ে এসে সন্দ্বীপ চ্যানেলে ভাসানচর এলাকায় পৌঁছলে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। এসময় বৈরি আবহাওয়ার কারণে সাগরে ঢেউ ছিল। এক পর্যায়ে ভারী কনটেইনারের কারণে জাহাজটি কাত হয়ে তিনটি কনটেইনার পানিতে ভেসে যায়।
সন্দ্বীপ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার মো. ইয়াকুব বলেন, ইঞ্জিন বিকল হওয়া জাহাজটি বৈরি আবহাওয়ার কবলে পড়ে আংশিক কাত হয়ে যায়। আমরা খবর পাওয়ার সাথে সাথে টিম পাঠিয়েছি। ইতোমধ্যে জাহাজটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।